নিউইয়র্ক     শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চীনকে সমর্থন জানালো আরব লীগ

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২২ | ১১:১৫ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ আগস্ট ২০২২ | ১১:১৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
চীনকে সমর্থন জানালো আরব লীগ

চীনের প্রতি সমর্থন জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বৃহত্তম জোট আরব লীগ। যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে যাওয়ার পর অঞ্চলটিতে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এরপরই আরব লীগ জানাল তারা চীনের পক্ষে আছে এবং এক-চীন নীতিকে তারা সমর্থন জানায়।
আরব লীগের সেক্রেটারি জেনারেল হোসাম জাকি বলেছেন, লীগের অবস্থান হলো চীনের সার্বভৌমতা এবং ভৌগলিক অখণ্ডতা এবং এক-চীন নীতির ওপর।
আরব লীগ থেকে বহিস্কৃত দেশ সিরিয়াও ন্যান্সি পেলোসির এ সফরের তীব্র বিরোধীতা করেছে। তারা বলেছে, এটি যুক্তরাষ্ট্রের একটি দ্রোহ, যারা কোনো আইন মানে না।

ইরানও চীনের পক্ষ নিয়েছে এবং চীনের প্রতি তাদের সমর্থন জানিয়েছে।

এদিকে আরব লীগের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, সকলে যেন এক-চীন নীতি মেনে চলে এবং কেউ যেন এমন কোনো সিদ্ধান্ত না নেন যেটি জাতিসংঘের রেজুলেশনের পরিপন্থি হয়।

শেয়ার করুন