নিউইয়র্ক     শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিনের বর্ণিল সংবর্ধনা

কুমিল্লাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২২ | ০৮:২৮ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ অক্টোবর ২০২২ | ০৮:২৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
কুমিল্লাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ম. রুহুল আমিনের সংবর্ধনা ও সাংস্কৃতিক উৎসব।

গত ২ অক্টোবর রাতে উডসাইডের কুইন্স প্যালেসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের অন্যতম সামাজিক সংগঠন কুমিল্লা সোসাইটি অব ইউএসএ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর জাতিসংঘের ৭৭তম অধিবেশনের সফর সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে ম. রুহুল আমিনকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ.স.ম. খালেদুর রহমান মিয়াজী সবুজ ও কার্যকরী সদস্য আব্দুল্লাহ রেজা স্বপনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, এডভোকেট শাহ বখতিয়ার, সাবেক ডাকসু নেতা আবদুস সবুর, আয়োজক সংগঠনের সাবেক সভাপতি হাজী খবির উদ্দিন আহমেদ ভূঁইয়া, সালাউদ্দিন চৌধুরী, কাজী তোফায়েল ইসলাম, মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, মোঃ আবুল হোসেন, শওকত পাটোয়ারী, ব্রাহ্মণবাড়িয়া সোসাইটির সভাপতি এইচ এম ইকবাল, কুমিল্লা সমিতি ইউএসএ’র সভাপতি বদরুল হক আজাদ, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, প্রবাসী মতলব সমিতির সাধারণ সম্পাদক নাজির উদ্দিন সোহেল, সঙ্গীত শিল্পী ইফাত জাহান সুমি, কমিউনিটি এক্টিভিস্ট আব্দুল মতিন, তাছলিমা পাটোয়ারী, মোঃ হাবিব উল্লাহ, সাইদুল ইসলাম রিয়াদ, এইচ আর ভুইয়া আখলাছ, মোঃ কাইয়ুম মিয়াজী, শাহীন আলম, সেলিম আহমেদ, মোঃ জাকির হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম, মাসুদ আলম, মামুনুর রশিদ, রাজন হাসান, সাইদুজ্জামান রিংকু, ইব্রাহিম খলিল, লিজা আক্তার, ইউটিউবার রুহল, ওয়াসির, রাব্বী প্রমুখ।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের পর বাংলাদেশ-আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শহীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত রুহুল আমিনকে ক্রেস্ট প্রদান করা হয়। আয়োজকরা ছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রুহুল আমিনকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।

ম. রুহুল আমিন প্রবাসে কুমিল্লাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে ঐতিহ্যবাহী কুমিল্লার সুনাম অক্ষুন্ন রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানান। তিনি দেশের ঐতিহ্য, কৃষ্টি ও সাংস্কৃতিক মূল্যবোধকে প্রবাস প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানান। তিনি কুমিল্লাবাসীর যেকোন প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অসাধারণ অবদান রাখছে প্রবাসীরা। বাংলাদেশে বেশি বেশি বিনিয়োগের আহবান জানিয়ে রুহুল আমিন বলেন, প্রবাসীরা যাতে নির্ভয়ে দেশে বিনিয়োগ করতে পারে সে পরিবেশ নিশ্চিতে ব্যবস্থা নিচ্ছে সরকার। প্রবাসীরা একযোগে এগিয়ে আসলে বাংলাদেশ দ্রুত উন্নত রাষ্ট্রে পরিনত হওয়া সম্ভব।

রুহুল আমিন আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সব সময় তার এলাকাসহ বাংলাদেশের দরিদ্র-অসহায়দের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সব শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইফাত জাহান, মনিকা দাস, মনির জামান ও সিজন। শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা গভীর রাত পর্যন্ত উপভোগ করেন দর্শক-শ্রোতারা। জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানে কুমিল্লার বাসিন্দারা ছাড়াও কমিউিিনটি নের্তৃবৃন্দ, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আহমেদ এবং সাধারণ সম্পাদক আ.স.ম. খালেদুর রহমান মিয়াজী সবুজ অনুষ্ঠানে যোগদানের জন্য সবাইকে ধন্যবাদ জানান। -ইউএসএনিউজ

পরিচয়/টিএ

শেয়ার করুন