শস্য চুক্তির একদিন না পেরোতেই ওদেসা বন্দরে হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার সকালে এ হামলা চালানো হয়।
জাতিসংঘের মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে বলেন, ‘বিশ্বব্যাপী খাদ্য সংকট মোকাবেলা করতে এবং বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের দুর্ভোগ লাঘবের জন্য খাদ্যশস্য রপ্তানি অত্যন্ত প্রয়োজন।’
ইউক্রেনের সামরিক বাহিনীর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ওদেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ওদেসা বন্দরে দুটি মিসাইল আঘাত হানে। তবে এতে কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি।
উল্লেখ্য, গতকাল শুক্রবার তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলে খাদ্যশস্য রপ্তানি নিয়ে চুক্তিবদ্ধ হয় যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেন। এই চুক্তিকে ‘আশার আলো’ বলে বর্ণনা করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।