ওডেসায় দুটি ড্রোন পাঠিয়ে সেখানে অবস্থিত সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার এ তথ্য জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেনের সেনাবাহিনীয় আরও জানিয়েছে, এ হামলায় একটি অস্ত্রের গুদামে বিস্ফোরণ ও আগুন ধরে যায়। ফলে আশপাশে থাকা সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নিতে হয়।
টেলিগ্রামে হামলার ব্যাপারে ইউক্রেনীয় সেনাবাহিনী বলেছে, অস্ত্রের গুদামে বড় বিস্ফোরণ ও আগুনের ঘটনায় সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইউক্রেনের কর্মকর্তারা সোমবার স্থানীয় সময় সকালে জানান, গত ২৪ ঘণ্টায় ৪০টিরও বেশি শহরে হামলা চালিয়েছে রুশ সেনারা। যেগুলোর বেশিরভাগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।
এদিকে এর আগে রোববার ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয় ওডেসায় ইরানের ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে রাশিয়া। সোমবারের হামলাও ইরানের ড্রোন ব্যবহার করা হয়েছে কিনা সেটি স্পষ্ট করে জানায়নি তারা। সূত্র: আল জাজিরা
পরিচয়/সোহেল