৩রা সেপ্টেম্বর ওজোন পার্কে এবং ১৭ সেপ্টেম্বর জ্যামাইকায় খানস টিউটোরিয়াল পুনরায় চালু হচ্ছে ।
আগামী ৩রা সেপ্টেম্বর নিউ ইয়র্কের ওজোন পার্কে এবং ১৭ সেপ্টেম্বর জ্যামাইকায় কম্যুনিটির সবচেয় পুরনো ও সর্ববৃহত্ টিউটোরিয়াল প্রতিষ্ঠান খানস টিউটোরিয়ালস পুনরায় চালু হচ্ছে।
প্রতিষ্ঠানের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রছাত্রীদের ব্যাপক চাহিদার ভিত্তিতে কোভিডের কারণে বন্ধ করে দেওয়া শাখা গুলি পুনরায় চালুর উদ্যাগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে উপরোক্ত দুটি শাখায় বিনামুল্যে পরীক্ষামুলক এসএটি ও এসএইচএসএটি প্রশিক্ষণের ক্লাশ নেওয়া শুরু হয়েছে। নিউ ইয়র্ক সিটির স্কুল বাজেট সংকোচন করায় ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্থ হতে পারেন। তা সামান্য হলেও পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে খানস টিউটোরিয়াল।
এদিকে গত শনিবার অপরাহ্নে জ্যাকসন হাইটস এর খান টিউটোরিয়ালস এ কলেজে ভর্তি, বৃত্তি ও আর্থিক সুবিধাদি পাওয়ার বিষয়টিকে সহজে বোধগম্য করে তোলাই ছিল এ থরনের অনুষ্ঠান আয়োজনের মূল লক্ষ্য।
পরিচয়/টিএ