নিউইয়র্ক     শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইরানে বিক্ষোভকারীদের সাহস দেখে বিস্মিত প্রিয়াঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২ | ১২:২০ অপরাহ্ণ | আপডেট: ০৭ অক্টোবর ২০২২ | ১২:২০ অপরাহ্ণ

ফলো করুন-
ইরানে বিক্ষোভকারীদের সাহস দেখে বিস্মিত প্রিয়াঙ্কা

ইরানে পুলিশ হেফাজতে তরুণী মাসা আমিনির (২২) মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভরত নারীদের সমর্থন দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। বৃহস্পতিবার দিনগত রাতে প্রিয়াঙ্কা চোপড়া তাঁর ইনস্টাগ্রামে লেখেন, ‘যুগ যুগ ধরে জোর করে নিশ্চুপ রাখার পর যে কণ্ঠ জেগে ওঠে, তা ঠিক আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়। তাঁরা থামবেন না। তাঁদের থামানো যাবে না। আমি আপনাদের সাহস দেখে, উদ্দেশ্য জেনে বিস্মিত। আক্ষরিক অর্থেই পিতৃতান্ত্রিক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করা, নিজেদের অধিকারের জন্য লড়াই করতে জীবনের ঝুঁকি নেওয়া সহজ নয়। তবে আপনারা সাহসী নারীরা প্রতিদিন এই কাজ করে যাচ্ছেন।’

প্রিয়াঙ্কা চোপড়া আরও বলেন, ‘যথাযথভাবে’ হিজাব না পরার অভিযোগে ইরানের নীতি পুলিশ নৃশংসভাবে মাসা আমিনির জীবন কেড়ে নিয়েছে। তাঁর মৃত্যুর প্রতিবাদে ইরানসহ সারা বিশ্বের নারীরা জেগে উঠছেন। তাঁরা আওয়াজ তুলছেন। প্রকাশ্যে নিজেদের চুল কেটে ফেলছেন। তাঁরা আরও নানাভাবে প্রতিবাদ করছেন।

ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে থাকা কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করছেন দেশটির নারীরা। গত ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে তাঁর মৃত্যু হয়। এরপর থেকে দেশটিতে নারীরা বিক্ষোভ শুরু করেন। বিশ্বের বহু দেশের গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ এ আন্দোলনে ইরানি নারীদের সমর্থন জানিয়েছেন। সূত্র: এনডিটিভি

পরিচয়/সোহেল

শেয়ার করুন