নিউইয়র্ক     সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইরানের অস্ত্র কেনা নিয়ে রাশিয়াকে হুশিয়ারি যুক্তরাষ্ট্রের

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২ | ০৫:১৫ পূর্বাহ্ণ | আপডেট: ১৮ অক্টোবর ২০২২ | ০৫:১৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইরানের অস্ত্র কেনা নিয়ে রাশিয়াকে হুশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে ইরান অস্ত্র বিক্রি করছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। আর এর মাধ্যমে ভ্লাদিমির পুতিনের রাশিয়া জাতিসংঘকে অবজ্ঞা করছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি বলা হয়েছে। খবর আনাদোলুর।

সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতি আরও বলা হয়েছে, যেসব দেশ ইরান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র কিনবে তাদের ওপর নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে আরও বলা হয়েছে, সম্প্রতি রাশিয়া ইউক্রেনে যে আত্মঘাতি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে— এগুলো ইরান থেকে কেনা।

রাশিয়া ইউক্রেনে ‘ইরানে তৈরি ড্রোন’ দিয়ে হামলা চালাচ্ছে বলে গত কয়েক দিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচার চলছে। এমনকি ইউক্রেন সরকারের শীর্ষ পর্যায় থেকেও বিবৃতি দিয়ে এ ধরনের দাবি করা হচ্ছে। কিন্তু ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এ খবরের সত্যতা অস্বীকার করে বলেছে, ইউক্রেনে ব্যবহার করার জন্য এখন পর্যন্ত ইরান রাশিয়াকে কোনো সমরাস্ত্র দেয়নি।

শেয়ার করুন