নিউইয়র্ক     শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্দো-প্যাসিফিকে চীনা সামরিক বাহিনী আরও আগ্রাসী ও বিপজ্জনক হচ্ছে: যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২২ | ১২:২৭ অপরাহ্ণ | আপডেট: ২৫ জুলাই ২০২২ | ১২:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
ইন্দো-প্যাসিফিকে চীনা সামরিক বাহিনী আরও আগ্রাসী ও বিপজ্জনক হচ্ছে: যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় (ইন্দো-প্যাসিফিক) অঞ্চল সফরের সময় যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মার্ক মিলি বলেছেন, চীনা সামরিক বাহিনী গত পাঁচ বছরে উল্লেখযোগ্যভাবে আরও বেশি আগ্রাসী এবং বিপজ্জনক হয়ে উঠেছে।

জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি রবিবার বলেন, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য অংশীদার বাহিনীগুলোর সাথে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনা বিমান এবং জাহাজ দ্বারা বাধাপ্রাপ্তির সংখ্যা এই সময়ে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং অনিরাপদ মিথস্ক্রিয়ার সংখ্যাও একই অনুপাতে বেড়েছে।

প্রভাবশালী বৃটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অঞ্চলে মিলির সফরে চীনা হুমকির উপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকের সময় মিলির উক্ত সতর্কতাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট চীন সফরে যাচ্ছেন।

সম্প্রতি নিজের কর্মীদের চীনের সাথে যুক্তরাষ্ট্র এবং অন্যান্যদের মিথস্ক্রিয়া সম্পর্কে বিস্তারিত গুছিয়ে নিতে নির্দেশ প্রদানকারী মিলি বলছিলেন, “ম্যাসেজটা হলো, চীনা সামরিক বাহিনী এই নির্দিষ্ট অঞ্চলের আকাশে এবং সাগরে উল্লেখযোগ্যভাবে আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে।”

শেয়ার করুন