নিউইয়র্ক     মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইতিহাস গড়লেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২ | ১১:৫২ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ অক্টোবর ২০২২ | ১১:৫২ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইতিহাস গড়লেন ইমরান খান

একাই ছয় আসনে জিতে ইতিহাস গড়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল রবিবার (১৬ অক্টোবর) পাকিস্তানের জাতীয় পরিষদের (এনএ) ছয় আসনে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এআরআই জানিয়েছে, রবিবার নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফলে এমন চমক দেখান ইমরান খান। এরমধ্য দিয়ে ইমরান খান ইতিহাস গড়েছেন বলেও প্রতিবেদনে জানায় সংবাদমাধ্যমটি।

পেশাওয়ার, মার্দান, চারসাদ্দা, ফয়সালাবাদ, করাচি ও নানকানা সাহিবে উপনির্বাচনে জয়ী হন পিটিআই চেয়ারম্যান। ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, মোট আটটি আসনে নির্বাচন করেছিলেন ইমরান খান। এর মধ্যে ছয়টিতেই জয়ী হয়েছেন তিনি।

অনানুষ্ঠানিক ফলাফলে বলা হয়েছে, পিটিআই এনএ-৩১ পেশাওয়ার, এনএ-২২ মার্দান, এনএ-২৪ চারসাদ্দা, এনএ-১০৮ ফয়সালাবাদ, করাচির এনএ-২৩৯ কোরাঙ্গি ও এনএ-১১৮ নানকানা সাহিব-২ এ জয়ী হয়েছেন ইমরান খান। এসব আসনে ক্ষমতাসীন দলের প্রার্থীদের পরাজিত করেন তিনি।

শেয়ার করুন