নিউইয়র্ক     সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন

ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের প্রধানকে ‘অপহরণ’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২২ | ০১:৫১ অপরাহ্ণ | আপডেট: ০১ অক্টোবর ২০২২ | ০১:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের প্রধানকে ‘অপহরণ’

ইউক্রেনের জাপোরিজ্জিয়ায় অবস্থিত ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের প্রধানকে অপহরণ করেছে রাশিয়া। কিয়েভের পারমাণবিক কেন্দ্রের কর্তৃপক্ষের অভিযোগ, শুক্রবার বিকাল ৪টার দিকে কেন্দ্রের মহাপরিচালক ইহোর মুরাশভকে আটক করেছে রুশ বাহিনী। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্র  সংবাদমাধ্যম এপি।

প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের জাপোরিজ্জিয়া, খেরসন, লুহানস্ক ও ডনেস্ককে মস্কোর সঙ্গে সংযুক্ত ঘোষণার কয়েক ঘণ্টা পর অপহৃত হন তিনি। ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক কোম্পানি এনারগোটমের প্রেসিডেন্ট পেট্রো কোটিন বলেন, ‘ইহোর মুরাশভেরর গাড়ি থামিয়ে চোখ বেঁধে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় রুশ সেনারা। রাশিয়া তাকে আটক করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তাকে হুমকিতে ফেলেছে।’ মুরাশভকে অবিলম্বে মুক্তি দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন কোটিন।

তবে ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের পরিচালককে অপহরণ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি মস্কোর। ইউক্রেনে সামরিক অভিযানে নামার পর জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে হামলা চালায় রুশ বাহিনী। একপর্যায়ে নিজেদের দখলে নেয়। জাতিসংঘসহ পশ্চিমা নেতারা স্পর্শকাতর কেন্দ্রটি থেকে রাশিয়ার সেনাবাহিনীকে দূরে থাকার আহ্বান জানালেও তাতে কাজ হয়নি।

এদিকে শুক্রবার পুতিন ইউক্রেনের অধিকৃত অন্য তিন অঞ্চলসহ জাপোরিজ্জিয়াকেও রাশিয়ার সঙ্গে সংযুক্ত করে নেওয়ার ঘোষণা দিয়েছেন। ফলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির ইউক্রেনের হাতে নেয়।

পরিচয়/সোহেল

শেয়ার করুন