নিউইয়র্ক     মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনকে আরও ১০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২২ | ০৯:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: ০৬ আগস্ট ২০২২ | ০৯:৩৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইউক্রেনকে আরও ১০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র নতুন করে ১০০ কোটি ডলারের নিরাপত্তাসহায়তা প্যাকেজ প্রস্তুত করেছে, যার মধ্যে রয়েছে দূরপাল্লার অস্ত্র, সাঁজোয়া যান, চিকিৎসা উপকরণ পরিবহনের যান ও অন্যান্য যুদ্ধাস্ত্র। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া আগ্রাসন শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইউক্রেনকে ৮৮০ কোটি ডলারের সহায়তা দিয়েছে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন এখনো অস্ত্রসহায়তা প্যাকেজটিতে স্বাক্ষর করেননি।

বাইডেন বলেছেন, অস্ত্রসহায়তা প্যাকেজে স্বাক্ষর করার আগে এর অর্থের পরিমাণ ও বিষয়বস্তুতে পরিবর্তন হতে পারে।
যদি বর্তমান প্যাকেজটিতেই জো বাইডেন স্বাক্ষর করেন, তবে প্যাকেজটির আকার হবে ১০০ কোটি ডলার। এর মধ্যে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স), ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম (নাসামস) ও চিকিৎসা উপকরণ সংবলিত প্রায় অর্ধশত এম-১১৩ সাঁজোয়া যান অন্তর্ভুক্ত থাকবে।

এর আগে গত সোমবার পেন্টাগন ইউক্রেনের জন্য আলাদা একটি প্যাকেজ ঘোষণা করেছে, যার পরিমাণ ৫৫ কোটি ডলার। এ ছাড়া ইউক্রেনের রামস্টেইন বিমানঘাঁটির কাছে জার্মানিতে একটি মার্কিন সামরিক হাসপাতালে ইউক্রেনীয়দের চিকিৎসা নেওয়ার ব্যাপারে অনুমতি দেবে বলে পেন্টাগন সম্প্রতি ঘোষণা দিয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, নিরাপত্তা প্যাকেজের ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ‘হিমার্স’ নামের অস্ত্র। যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইউক্রেনকে ১৬টি হিমার্স পাঠিয়েছে। এ ছাড়া দুটি নাসামস পাঠাবে বলে গত ১ জুলাই প্রতিশ্রুতি দিয়েছে।

শেয়ার করুন