অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় গুলি চালিয়ে তিনজনকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়েছে। পুলিশ ওই হত্যাকাণ্ডের তদন্ত করছে বলে জানানো হয়েছে। খবর বিবিসির।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে কুইন্সল্যান্ডের বোগিতে একটি গবাদি পশুর খামারে গুলি চালানো হয়।
কুইন্সল্যান্ডের পুলিশ জানিয়েছে, হত্যাকারীকে খুঁজে বের করতে ঘটনাস্থলের আশেপাশের এলাকা লকডাউন করে রাখা হয়েছে। এই ঘটনায় আহত ব্যক্তির অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
ওই ব্যক্তির পেটে গুলি লেগেছে এবং জরুরি অস্ত্রোপচারের জন্য তাকে ম্যাকে শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় এক কর্মকর্তা বলেন, এই মুহূর্তে আমরা তদন্তের প্রাথমিক পর্যায়ে আছি। তাই এখনই বলা যাচ্ছে না যে, কে অপরাধী।
নিহত ব্যক্তিদের পরিচয় এখনও জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে হতাহতরা একে অন্যের স্বজন ছিলেন।
উত্তর ব্রিসবেন থেকে প্রায় ১২০০ কিলোমিটার ৭৪৫ মাইল দূরে অবস্থিত বোগি শহর। সেখানে মাত্র ২শ জন বাসিন্দার বসবাস। বন্দুক আইনে বিশ্বের অন্যতম কঠোর দেশগুলোর মধ্যে একটি অস্ট্রেলিয়া।