নিউইয়র্ক     রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২ | ০৫:১৯ পূর্বাহ্ণ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ | ০৫:১৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান অল্পের জন্য উড়োজাহাজ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। তিনি বর্তমানে নিরাপদে ও সুস্থ আছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তাকে বহনকারী একটি উড়োজাহাজ মধ্য আকাশে থাকা অবস্থায় ইঞ্জিনে বড় ধরনের সমস্যা দেখা দিলে পাইলট সেটিকে জরুরি অবতরণ করাতে বাধ্য হন।

শনিবার সন্ধ্যায় পাঞ্জাবের গুজরানওয়ালায় এক রাজনৈতিক জনসভায় ইমরান খানের বক্তৃতা করার কথা রয়েছে। পাকিস্তানের মিডিয়া বলছে, দুর্ঘটনার পরও ইমরান সভায় যোগ দেবেন। গত কয়েক সপ্তাহ ধরে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশটির বিভিন্ন প্রান্তে তিনি যে ধারাবাহিক সমাবেশ করছেন, গুজরানওয়ালার সমাবেশ তার শেষ পর্ব।

সভাস্থলের উদ্দেশ্যে রওনা হবার কিছুক্ষণ পর ইমরানকে বহনকারী উড়োজাহাজে গোলযোগ দেখা দিলে পাইলট দ্রুত এয়ার ট্রাফিকের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণ করান। পরে ইমরান সড়কপথে গুজরানওয়ালার উদ্দেশ্যে যাত্রা করেন। গত সপ্তাহে পাঞ্জাব থেকে সড়ক পথে ইসলামাবাদ যাবার পথে ইমরানের গাড়িবহরের একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এদিকে পিটিআইর নেতা আজহার ওয়ানি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, খারাপ আবহাওয়ার কারণে প্লেনটি ইসলামাবাদে ফিরে আসে। যান্ত্রিক গোলযোগের খবরটি সঠিক নয়।

ইমরান খানকে জিজ্ঞাসাবাদে পুলিশের তলব

সন্ত্রাসবাদ মামলার তদন্তের অংশ হিসেবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও তলব করেছে ইসলামাবাদ পুলিশ। নিম্ন আদালতের বিচারক জেবা চৌধুরীকে হুমকি দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় মারগাল্লা থানায় ইমরান খান হাজির না হওয়ায় শনিবার এই নোটিশ জারি করা হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, ইমরান খান ১২ সেপ্টেম্বর পর্যন্ত মামলার জামিনে আছেন। শনিবার বিকাল পাঁচটায় তদন্ত দলের সামনে হাজির হয়ে প্রশ্নের ব্যাখ্যা দিতে অনুরোধ করা হয়। মামলার তদন্তে পুলিশকে সহযোগিতা করতে চলতি সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রীকে নির্দেশ দেয় ইসলামাবাদ হাইকোর্ট।

জেলে পাঠালে আরও বিপজ্জনক হবো: ইমরান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান জানিয়েছেন, সন্ত্রাসবাদের মামলায় তাকে জেলে পাঠানো হলে তিনি আরও বিপজ্জনক হয়ে উঠবেন। বৃহস্পতিবার ইসলামাবাদের পুলিশ প্রধান এবং এক নারী বিচারকের বিরুদ্ধে কড়া সমালোচনার মামলার শুনানিতে অংশ নেয়ার পর সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন। ইমরান খান কড়া নিরাপত্তার মধ্যে ইসলামাবাদ হাইকোর্টে পৌঁছান। সেদিন দুপুর থেকে শত শত নিরাপত্তা বাহিনীর সদস্যকে হাইকোর্টে মোতায়েন করা হয়। সন্ত্রাসবাদ মামলার শুনানিতে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে পুলিশের ভারী মোতায়েন দেখে নিজের বিরক্তির কথা জানিয়েছেন ইমরান খান।
পরিচয়/এমউএ

শেয়ার করুন