নিউইয়র্ক     শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অভিবাসনপ্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠাতে একমত ঋষি-লিজ

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২২ | ০৭:১০ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ জুলাই ২০২২ | ০৭:১০ পূর্বাহ্ণ

ফলো করুন-
অভিবাসনপ্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠাতে একমত ঋষি-লিজ

অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করা অভিবাসনপ্রত্যাশীদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়ার বিষয়ে বরিস জনসন সরকারের নেওয়া পদক্ষেপ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী প্রতিযোগী ঋষি সুনাক ও লিজ ট্রাস। গতকাল রোববার দু’জনেই বলেছেন, তাঁরা রুয়ান্ডায় অভিবাসী পাঠানোর বিষয়ে সরকারের নীতিকে সমর্থন করেন, সেসঙ্গে অবৈধ অভিবাসনকে অগ্রাধিকার ভিত্তিতে মোকাবিলা করবেন।
যদিও ব্রিটেন থেকে রুয়ান্ডায় পাঠানোর প্রথম ফ্লাইটটি গত জুনে আটকে দিয়েছিলেন ইউরোপীয় মানবাধিকার আদালত। এটিকে মানবাধিকার ও আন্তর্জাতিক চুক্তিগুলোর লঙ্ঘন বলছে বিভিন্ন সংগঠন।
সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক এবং পররাষ্ট্র সচিব লিজ ট্রাস যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে লড়াই করছেন। খবর রয়টার্সের।

শেয়ার করুন